Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা

ইউনিয়ন ভূমি অফিস

সিটিজেন চার্টার জনশক্তি যোগাযোগ

জনশক্তি

নাম

পদবি

ফোন

মোবাইল

ই-মেইল

মোঃ বনি ইসরাইল খান

ইউনিয়ন ভূমি সহঃ কর্মকর্তা

 

০১৭১৯৫১৪১৬৭

 

শ্রীঃ যোগেশ চন্দ্র

ইউনিয়ন ভূমি উপঃ সহঃ কর্মকত

 

-

 

মোঃ আব্দুল কাফী

এম,এল,এস,এস

 

০১৭৪৩-৬০৭৯০০

 

যোগাযোগ

ইউনিয়ন ভূমি অফিস

৫ নং  বল্লমঝাড় ইউপি কমপ্লেক্স

গাইবান্ধা সদর, গাইবান্ধা, মোবাইল ঃ ০১৭১৯৫১৪১৬৭

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ইউনিয়ন ভূমি অফিস,বল্লমঝাড়

গাইবান্ধা সদর, গাইবান্ধা।

সিটিজেন চার্টার

সেবাগ্রাহী

সেবার বিষয়

সেবার বিবরণ

সেবা প্রদানের সময়

মন্তব্য

জেলা প্রশাসকের কার্যালয়, ঊপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ঊপজেলা ভূমি অফিস, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, অন্যান্ন সংস্থা, ভূমিহীন, মৎস্যজীবী সংগঠন, অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রার্থী, জলমহাল, বালুমহাল, খেয়া ঘাট, হাট বাজার ইজারা প্রার্থী, বিবিধ সায়রাত মহাল ব্যবসহাপনা বিষয়ে প্রতিকার প্রার্থী, অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, অনিবাসী সম্পত্তি বিষয়ে প্রতিকার প্রার্থী, দেবোত্তর,   ওয়াকফ্, কোর্ট অব ওয়ার্ডস এর সম্পত্তি সংক্রান্ত প্রতিকার প্রার্থী, রেকর্ড হালকরণ প্রার্থী, ভূমি ঊন্নয়ন কর সংক্রান্ত প্রতিকার প্রার্থী।

                

রেকর্ড হালকরণ

নামজারী, জমাভাগ ও জমা একত্রীকরণের তদন্ত ও রিপোর্ট প্রদান। রেকর্ড ও রেজিস্টারসমূহ হালনাগাদকরণ, সুষ্ঠু সংরক্ষণ এবং রেকর্ডরুমের তদারকী।

০৭ কর্মদিবস

 

আবেদনপত্র ঊপজেলা ভূমি অফিস ও ভূমি মমত্রণালয়ের websiteএ বিনামূল্যে পাওয়া যাবে। রেকর্ড হালকরণ ফিঃ (২৪৫/-+১০/- (কোর্ট ফি))=২৫৫/-

ভূমি ব্যবসহাপনা সম্পর্কিত বিষয়াদি

ভূমির শ্রেণী বিন্যাস হালনাগাদকরণ, সিকস্তি, পয়স্তি (এডি) লাইন নির্ধারণ এবং ভূমি সংক্রান্ত সকল আইন, বিধি ও আদেশের প্রয়োগ।

১৫ কর্মদিবস

সংশ্লিষ্ট বিষয়ে প্রতিকারের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। কোর্ট ফি প্রযোজ্য।

কৃষি খাস জমি বন্দোবস্ত

 

কৃষি খাস জমির যাবতীয় ব্যবস্থাপনা ও ভূমিহীনদের বন্দোবস্ত প্রদান সংক্রান্ত। আশ্রয়ন, আবাসন, গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনা ।

২০ কর্মদিবস

আবেদনপত্র ঊপজেলা ভূমি অফিস ও ভূমি মমত্রণালয়ের website এ বিনামূল্যে পাওয়া যাবে। বন্দোবস্তের সেলামী ঃ ০১টাকা।

অকৃষি খাস জমি বন্দোবস্ত

অকৃষি খাস জমির যাবতীয় ব্যবস্থাপনা এবং নীতিমালা অনুযায়ী অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রদানের ব্যবস্থা গ্রহণ।

২০ কর্মদিবস

জেলা প্রশাসক বরাবর অকৃষি খাসজমি বন্দোবস্তের জন্য আবেদন করতে হবে। জেলা প্রশাসক কর্তৃক  সেলামী নির্দ্ধারিত হয়।

চর ভূমি ব্যবসহাপনা

নতুন জেগে উঠা চরের দখল গ্রহন ও ব্যবসহাপনা। দিয়ারা জরীপের প্রস্তাব প্রেরণ এবং খাস খতিয়ানভূক্ত করণ ।

১৫ কর্মদিবস

সংশ্লিষ্ট বিষয়ে প্রতিকারের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। কোর্ট ফি প্রযোজ্য।

অর্পিত, পরিত্যক্ত, অনিবাসী সম্পত্তি

অর্পিত, পরিত্যক্ত, অনিবাসী সম্পত্তির লীজ নবায়ন ও যাবতীয় ব্যবস্থাপনা। জরীপ সম্পাদনে সহাযতা প্রদান এবং খতিয়ানভূক্তকরণ।

১৫ কর্মদিবস

প্রতি বছর ১ বৈশাখের পূর্বে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লীজ নবায়নের আবেদন করতে হবে। কোর্ট ফি প্রযোজ্য।

দেবোত্তর,

ওয়াকফ্ সম্পত্তি

ওয়াক্ফ, দেবোত্তর ও কোর্ট অব ওয়ার্ডস এর ভূমির সঠিক তথ্যাদি সংগ্রহ ও সংরক্ষণ।

১৫ কর্মদিবস

সংশ্লিষ্ট বিষয়ে প্রতিকারের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। কোর্ট ফি প্রযোজ্য।

ভূমি ঊন্নয়ন

 কর সংক্রান্ত

সাধারণ ও সংসহার  ভূমি ঊন্নয়ন করের দাবী নির্দ্ধারণ, বকেয়া ভূমি ঊন্নয়ন করের বিবরণী প্রস্ত্তত ও ভূমি ঊন্নয়ন কর আদায় ।

২৫ কর্মদিবস

ভূমি ঊন্নয়ন কর দাবীর আপীলের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর  আবেদন করতে হবে। কোর্ট ফি প্রযোজ্য।

হাট বাজার

 

নূতন হাট বাজার সহাপন, তালিকা সংরক্ষণ, পেরীফেরী নির্ধারণ ও হালনাগাদকরণ। তোহা বাজার, চান্দিনা ভিটির ব্যবসহাপনা, হাট বাজার তদারকি, খাস কালেকশন ।

২০ কর্মদিবস

হাটবাজার সমূহ উন্মুক্ত দরপত্রের  মাধ্যমে প্রতি বছর ১ বৈশাখের পূর্বে  লীজ প্রদান করা হয়।

জলমহাল

উন্মুক্ত ও বদ্ধ জলমহালের সঠিক ও হালনাগাদ তালিকা সংরক্ষণ ও বন্দোবস্ত প্রদান, অবৈধদখল থেকে জলমহাল পুনরুদ্ধার।

১৫ কর্মদিবস

বদ্ধ জলমহালসমূহ উন্মুক্ত আবেদন গ্রহনের মাধ্যমে তিন বছরের জন্য লীজ প্রদান করা হয়।

বিবিধ সায়রাত মহাল

বিবিধ সায়রাতের তালিকা সংরক্ষণ ও ব্যবস্থাপনা, খেয়া ঘাটের তালিকা হালনাগাদকরণ,তদারকি ও খাস কালেকশন।

১৫ কর্মদিবস

খেয়াঘাটসমূহ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতি বছর ১ বৈশাখের পূর্বে লীজ প্রদান করা হয়।

সার্টিফিকেট মামলা

বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে সার্টিফিকেট মামলা দায়েরের জন্য রিকুইজিশন দাখিল।

০৫ কর্মদিবস

সহকারী কমিশনার (ভূমি) বরাবর রিকুইজিশন দাখিল করা হয় ।

সিভিল স্যুট                          

খাস, অর্পিত, পরিত্যক্ত, অনিবাসী, লা-ওয়ারিশ ভূমি সম্পর্কিত সিভিল স্যুটের তদারকী এবং যথাযোগ্য ব্যবসহা গ্রহন।

নির্দেশিত সময়ে

রিকুইজিশন প্রাপ্তি সাপেক্ষে ব্যবসহা গ্রহন করা হয।

ভূমি সংক্রান্ত বিবিধ মামলা

জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এর নিকট দায়েরকৃত বিবিধ মামলার রির্পোট প্রদান ।

১০ কর্মদিবস

সংশ্লিষ্ট বিষয়ে প্রতিকারের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। কোর্ট ফি প্রযোজ্য।

রেক©র্ডর অনুলিপি

ঊর্দ্ধতন কর্তৃপক্ষ বা বিজ্ঞ আদালত কর্তৃক তলবকৃত যেকোন রেকর্ড বা রেকর্ডের অনুলিপি প্রেরণ।

নির্দেশিত সময়ে

রিকুইজিশন প্রাপ্তি সাপেক্ষে ব্যবসহা গ্রহন করা হয।

সংসহাপন বিষয়াদি              

কর্মচারী প্রশাসন নিয়স্ত্রণ ও বিভাগীয় মামলার ব্যবসহা গ্রহন। নির্ধারিত রিপোর্ট রিটার্ণ প্রদান, বাজেট, অডিট আপত্তির নিষ্পত্তি, স্বীয় দপ্তরের তদারকী ও নিয়মিত পরিদর্শন ।

১০ কর্মদিবস

সংশ্লিষ্ট বিষয়ে প্রতিকারের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে।

তথ্য ও পরিসংখ্যান

ভূমি বিষয়ক তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সংরক্ষণ ও প্রকাশ।

১৫ কর্মদিবস

সংশ্লিষ্ট বিষয়ে প্রতিকারের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। কোর্ট ফি প্রযোজ্য।

 

এই সেবাদানের সাথে নিম্নবর্ণিত কর্মকর্তা/কর্মচারীগণ সম্পৃক্ত রয়েছেনঃ

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ফোন নং   ০১৭১৪-৫৬০৬৪০);                                    ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা(ফোন নং -০১৭২৯-১৮৫১৫৫ );

এমএলএসএস (ফোন নং- ০১৭৪৩-৬০৭৯০০

 

এই সেবা যথাসময়ে পাওয়া না গেলে অভিযোগ করা যাবেঃ

প্রথমে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ফোন নং- ০১৭১৪-৫৬০৬৪০);  অতঃপর যথাক্রমে- সহকারী কমিশনার (ভূমি),ফোন- ৬১৬৩১, ঊপজেলা নির্বাহী অফিসার, গাইবান্ধা সদর,ফোনঃ ৬১৩৪১, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), গাইবান্ধা,ফোনঃ ৬১৫১১, জেলা প্রশাসক, গাইবান্ধা ফোনঃ ৬১৪৮৩।