দুস্থ্য মহিলাদের জন্য দুস্থ্যমাতা কার্ড ভিডাব্লুইবি (পুর্বের ভিজিডি) কার্ড প্রতি মাসে ৩০ কেজি হারে খাদ্য শষ্য (গম/চাউল) ২৪ মাসের জন্য প্রাপ্তীর নিমিত্তে অনলাইনে আবেদনের মধ্যমে ভাতাভোগী নির্বাচন করা হবে। সেলক্ষে ভাতা প্রাপ্তীর লক্ষ্যে উপযুক্ত মহিলাগনকে অনলাইনে আবেদন করতঃ আবেদনের ফটোকপি জমা দানের জন্য অনুরোধ করা হলো।
আবেদনের নিয়মাবলী ঃ
১। যাদের বয়স ২৫ বৎসর হতে ৫০ বৎসর,
২। পরিবার প্রধান মহিলা,
৩। পরিবারে বিদ্যালয় গামী শিক্ষার্থী, প্রতিবন্ধি ব্যক্তি রয়েছে, (অগ্রাধিকার পাবে)
৪। জমির পরিমান ১৫ শতাংশের কম
৫। ভিজিডি চক্রে ২০১৮ হতে ২০২২ এর মধ্যে ভিজিডি কার্ডধারী নয়।
৬। সরকার কর্তৃক অন্য কোন ভাতাভোগী নয়।
আবেদনের সময় মোবাইল নম্বর, আবেদনকারী এবং স্বামীর (যদি থাকে) জাতীয় পরিচয়পত্র সংগে আনতে হবে,
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস